শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঠ্যবইয়ের ঘাটতির কারণ জানতে লিবিয়ার শিক্ষামন্ত্রীকে গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:১১ পিএম

স্কুলের পাঠ্যবইয়ের ঘাটতির ব্যাপারে তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে লিবিয়ার শিক্ষামন্ত্রী মৌসা আল-মেগারিফকে। গত সোমবার মন্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির প্রসিকিউশন সার্ভিস। খবর এএফপির।
এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বে অবহেলার বিষয়ে তদন্ত চালানোর জন্য মৌসা আল-মেগারিফকে আটক রাখা হয়েছে। পাবলিক প্রসিকিউশন বই ছাপানোর চুক্তিগত প্রক্রিয়া এবং বইয়ের ঘাটতির কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে পরিকল্পনা মন্ত্রীও রয়েছেন।
লিবিয়ার সাবেক সরকারপ্রধান মুয়াম্মার গাদ্দাফির সময় থেকেই দেশটির কর্তৃপক্ষ সেপ্টেম্বরে স্কুল বর্ষের শুরুতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছিল। এবার সেই বই সময় মতো পৌঁছানো সম্ভব হয়নি। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mdhosan ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম says : 0
A DORNER GOTNA AMAR DESHE JODI HOTO. TAHOLE KOTOI NA SUNDOR HOTO
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন