শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ জমির আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৪:০০ পিএম | আপডেট : ৪:০২ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ জমির আলীর আজ শুক্রবার ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আগামী শনিবার বেলা ১১টায়, পল্টনস্থ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের উপর এক আলোচনা সভা ও তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার , বিশেষ বক্তা থাকবেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন আবুড়ী, অ্যাডোকেট মোহাম্মদ জসিম উদ্দিন ,আলহাজ আকবর হোসেন পাঠান, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা. হাজেরা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ওসমান গণি সহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব ও আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের সভাপতি আলহাজ কাজী আবুল খায়ের। আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এছাড়াও আগামীকাল ২৪ ডিসেম্বর মরহুমের নিজ বাড়ি লক্ষীপুর জেলার রামগতির আলেকজান্ডারে তার মাজারে ফাতেহা পাঠ, কোরআন খতম অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন