শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩০ বছর পর ছারছীনার পীর ছাহেব শাহ মোহাম্মদ মোহেব্বুলাহ ফরিদপুরে আসছেন

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৪:৫০ পিএম | আপডেট : ৪:৫৩ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২১

বিগত ৩০ বছর পর দক্ষিন বাংলার দ্বীনে আলেম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শ্রেষ্ঠ বক্তা, ছারছীনার শরীফের হযরত পীর ছাহেব কেবলা ফরিদপুর শহরে ওয়াজ মাফিলে প্রধা বক্তা হিসেবে আসছেন।

বৃহসপতিবার (২৩ ডিসেম্বর) তিনি শহরের কমলাপুরে ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্হিত থাকবেন।

জানাযায়, ফরিদপুর কমলাপুর ঐতিহ্যবাহী ময়েজউদ্দীন উচ্চবিদ্যালয়, মাঠে বিরাট এক ঈছালে ছওয়াব ওয়াজ ও দোয়ার মাফিলে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্হিত থেকে কবর,আজাব,এবং আখেরাতের উপর আলোচনায় অংশ নিবেন।

প্রধান অথিতি,আমীরে শরীয়ত ও তরিকত,আমীরে হিজবুল্লাহ, মুজাদ্দিদে যামানা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বিগত ৩ বছর আগে ফরিদপুর কানাইপুরে একটি বিশেষ ওয়াজ ও দোয়া মাফলে আসলেও তিনি ফরিদপুর শহরে ওয়াজ করতে আসছেন প্রায় ৩০ বছর পর।

প্রসঙ্গতঃ ওয়াজ ও দোয়া মাফিলের আয়োজকদের সূত্রটি ইনকিলাবকে জানান, হুজুরের এই ওয়াজে হাজার হাজার ধর্ম প্রান ও তৌহিদ জনতা, আলেম ওলামা, স্হানীয় পীর মাশায়েকদের সমাগব ঘটবে, ইনশাল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন