কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১৬ বছর পর একটি হত্যা মামলায় ফাঁসির দÐপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গতকাল ভোর রাতে ভৈরব উপজেলার রাসূলপুর গ্রাম থেকে র্যাব ১৪ গ্রেফতার করে। সে বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের ছলিমুদ্দিনের ছেলে কামাল মিয়া। ২০০৫ সালে ২৫ এপ্রিল মাইজচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল্লাহ রবিকে মাইজচর গ্রাম থেকে বাজিতপুর আসার পথে হামলা করা। হামলায় রবি উল্লাহ গুরুতর জখম হয়। তাকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ মে তিনি মারা যান। এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে কামাল কে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় বিজ্ঞ আদালত কামালকে ফাঁসি ও বাকি আসামিদের যাবজ্জীবন কারাদÐাদেশ প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন