গতকাল শুক্রবার বাদজুম্মা (২৪শে ডিসেম্বর২১) বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম গাবতলা জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন ইন্টারন্যাশনাল অফিস মেশিনস্ লিমিটেড (তোশিবা) এমডি মরহুম আজাহার আলী’র পুত্র রেজাউল করিম শাহীন, জামায়াতা মোঃ মঞ্জুর খান, অত্র মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক ও দক্ষিনপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, সহ-সভাপতি আ.হ.ম সাইফুল ইসলাম, মুসল্লী বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, আলহাজ¦ তোবারক হোসেন, আনিছুর রহমান, মোফাজ্জল হোসেন তোফাজ্জল, সামছুল হক, কেরামত আলী, ইউনুছ আলী, আব্দুল আজিজ, মাসুদুর রহমান পুটু, জাহিদুল ইসলাম রতন, সরোওয়ার হোসেন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ৭শতাধিক মুসল্লীগন প্রমূখ। শেষে দেশ-জাতির কল্যাণ কামণা এবং (তোশিবা) এমডি মরহুম আজাহার আলী’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মরহুম আজাহার আলী গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম জানপাড় গ্রামের মৃত কোরবান আলী মন্ডলের পুত্র ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব মাওঃ সালাহ উদ্দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন