হবিগঞ্জ জেলা সংবাদদাতা : জেলার নবীগঞ্জে উপজেলার বোয়ালজুর গ্রামের কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচ ঘাতকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। মৃত্যুদÐপ্রাপ্তরা হলেন, আনিছউল্লা, ফরাস উদ্দিন আহমেদ, জমশেদ মিয়া, বজলুর রহমান বজলু ও নূর ইসলাম। এদের মধ্যে জমশেদ মিয়া, বজলুর রহমান বজলু ও নূর ইসলাম পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রæয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের কৃষক মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন