বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এক গ্রামে ভোটার মাত্র ১ জন, অন্য গ্রামে ১২ জন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১১:০১ এএম

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে ভোটার রয়েছে মাত্র একজন। এ ছাড়াও ওই ইউনিয়নের কচুয়া গ্রামে ভোটার সংখ্যা ১২ জন। নির্বাচন কমিশনের ভোটার তালিকায়ও গ্রাম দুটিতে যথাক্রমে একজন এবং ১২ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

কচুয়া গ্রামের একমাত্র ভোটার যিনি তার নাম আবদুর রহমান (৩০)। তিনি ওই গ্রামের ঠান্ডু মিয়া ও হামেলা বেগম দম্পতির ছেলে।

জানা যায়, যমুনার ভাঙনে গ্রাম দুটি প্রায় বিলীন হয়ে গেছে। এসব গ্রামের অধিবাসীরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোটারদের নামও ওই তালিকায় নেই।

জেলা নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৪৯২ জন। এর মধ্যে ধুলবাড়ি গ্রামে ১ হাজার ৪৯১ জন ও মাধবপুর গ্রামে একজন ভোটার রয়েছেন।

এ ছাড়া কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৬২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে চরহুগড়া গ্রামে ২ হাজার ৫৫০ জন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন