শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কওমী স্বীকৃতি হবে সরকারি নিয়ন্ত্রণমুক্ত-গওহরডাঙ্গার মুফতী রুহুল আমীন

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কওমী সনদের স্বীকৃতি হবে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণমুক্ত। সনদের জন্য যে কর্তৃপক্ষ গঠিত হবে তার সদস্য নির্বাচিত হবে কওমী আলেম-উলামাদের মতামতের ভিত্তিতে এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য সচিব নির্বাচন করবেন সদস্যবৃন্দ কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে সরকারি কোনো কর্মকর্তা থাকবে না। স্বীকৃতি হলে কওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য নষ্ট হবে বলে যারা গুজব রটাচ্ছেন কওমি মাদরাসার স্বকীয়তা নষ্ট হবে বলে ভীতি প্রদর্শন করছেন তারা কওমি মাদরাসা শিক্ষানীতি এবং কর্তৃপক্ষ আইন না পড়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন কওমি মাদরাসা শিক্ষা কমিশনের সদস্য সচিব ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীন।
গতকাল মিরপুর কেন্দ্রীয় মসজিদ মাদরাসার মিলনায়তনে বৃহত্তর মিরপুর অঞ্চলের আলেম-উলামা, মসজিদের ইমাম, মাদরাসার মোহতামিম ও শিক্ষকদের সঙ্গে কওমি মাদরাসা শিক্ষানীতি ও বাংলাদেশ কওমী মাদরাসা কর্তৃপক্ষ আইন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, কওমীর সনদেও স্বীকৃতি লাখো ছাত্রের প্রাণের দাবি। এটা গুটিকয়েক রাজনৈতিক আলেমের জন্য স্বীকৃতি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি। মাদরাসার স্বার্থ-স্বকীয়তা রক্ষায় আমরা শতভাগ বদ্ধপরিকর। এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা হিতকর হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন