শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা কোস্টাল শিপিং চুক্তি নিয়ে আলোচনা

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ-শ্রীলংকা নৌ-সচিব পর্যায়ের প্রথম বৈঠক গতকাল মঙ্গলবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকের উদ্বোধন করেন।
বৈঠকে খসড়া কোস্টাল শিপিং চুক্তি, শ্রীলংকার বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং, ট্যারিফ কনসেশন, চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে ফিডার সার্ভিস, সমুদ্রগামী জাহাজের লীজ ও ক্রয়, উভয় দেশের সরকারি ও বেসরকারি খাতের স্টেকহোল্ডার্সদের মধ্যে মতবিনিময়, বাংলাদেশী ক্রুদের প্রশিক্ষণ, সিফেয়ারার্সদের কম্পিটেন্সি সার্টিফিকেটের বিষয়ে পারস্পরিক স্বীকৃতি ও দ্রুত ভিসা ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নৌপরিবহন সচিব অশোক মাধব রায়। শ্রীলংকার পক্ষে নেতৃত্ব দেন সেদেশের বন্দর ও নৌসচিব এল পি জেয়ামপেথি।
বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে কোস্টাল শিপিং চুক্তি হলে দু’দেশের মধ্যে নৌ-বাণিজ্যখাতে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। দু’দেশের মধ্যে পণ্যপরিবহন খরচ কমে যাবে ও সময় সাশ্রয় হবে।
বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুনির চৌধুরী, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম হাবিবুর রহমান ভূইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. দেলোয়ার হায়দার, শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ এম. হামিদউল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মো. মনোয়ার হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমান্ডার এম রাফিউল হাসান, নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এ কে এম ফখরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ নিয়াজুর রহমান এবং মংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. মোস্তফা কামাল।
শ্রীলংকা দলের অন্য সদস্যরা হলেন- মার্চেন্ট শিপিং সচিবালয়ের মহাপরিচালক অজিত সেনাভিরতেœ, পোর্ট অথিরিটির চেয়ারম্যান দামমাইকা রানাতুঙ্গা, সিলন শিপিং কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শশি ধানাতুঙ্গে, বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার চার্জ দ্যা এফেয়ার্স সিসাথ থামবুগালা ও পোর্ট অথিরিটির চিফ ম্যানেজার উপুল জয়াটিসা।
বৈঠকে জানানো হয়, দু’দেশের মধ্যে প্রথম পর্যায়ে কার্গো জাহাজ দিয়ে যাতায়াত শুরু হবে পরবর্তীতে ক্রুজ ভেসেল যাতায়াত করবে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোস্টাল শিপিং চুক্তি রয়েছে। এর আগে সফররত শ্রীলংকার বন্দর ও নৌসচিব এল পি জেয়ামপেথির নেতৃত্বে প্রতিনিধিদল নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাদেশের নৌপরিবহন সচিব অশোক মাধব রায় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন