শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মিরপুরে দুই বোনকে মারধর প্রধান আসামী জীবন করিম ৫ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে দুই বোনকে হামলা মামলার প্রধান আসামি জীবন করিম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই অনুজ কুমার সরকার গতকাল বাবুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, জীবন এ মামলার মূল আসামি। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাদের শনাক্ত করা ও গ্রেফতার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তার রিমান্ড মঞ্জুর করা হোক। এ ছাড়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জীবনকে কারাগারে আটক রাখারও আবেদন করেন তিনি। অপরদিকে জীবনের আইনজীবী আব্দুল লতিফ তালুকদার তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জীবন করিম বাবু পিপলস ইউনির্ভাসিটির শিক্ষার্থী। একই ঘটনায় গ্রেফতার হওয়ার লুৎফর রহমান রিমান্ড শেষে কারাগারে আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন