শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল আলম

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম। গতকাল সোমবার বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। এর আগে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এতে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন হলুদ প্যানেলের প্রার্থী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম। অপরদিকে সাদা প্যানেলের প্রার্থী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান প্রতিদ্ব›িদ্বতা করেন। তিনি মোট ৩৮৭ ভোট পান।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো প্রশাসনের নিজেদের মত পরিচালনা করায় আজ র‌্যাংকিংয়ে আমরা পিছিয়ে পড়েছি। বরাবরই আমি বিশ্ববিদ্যালয়ের এমন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন