শেকৃবি প্রতিনিধি : অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল (বুধবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় এই নেতাকে স্মরণ করে শেকৃবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত তার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো কামাল উদ্দিন আহম্মদ। তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা একে একে ঐ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কে ফজলুল হকের আত্মার শান্তি কামনা করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় ভিসি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশ নেন শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে শেকৃবি ভিসি এ কে ফজলুল হকের বর্ণাঢ্য কর্ম ও রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, তৎকালীন অবিভক্ত বাংলার রাজনীতিতে ঐ নেতা যেমন অবিস্মরণীয় হয়ে আছেন তেমনি উপমহাদেশের শিক্ষা প্রসারেও তার অবদান চিরস্মরণীয়। তৎকালীন পূর্ববঙ্গে উপমহাদেশের প্রথম ও একমাত্র কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট, ১৯৩৮ সালে রাজধানীর শেরেবাংলা নগরে তিনিই প্রতিষ্ঠা করেন যা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আলোচনা সভায় দেশের কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ শেকৃবি ভিসিকে সম্মাননা স্মারক তুলে দেন শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক। শেরেবাংলা একে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মত এবারও শেকৃবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন