শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সেই এনা বাসের চালক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে মাইক্রোবাসকে ধাক্কা দেয়ার ঘটনায় বাসটির চালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘চালককে মহাখালী বাস টার্মিনাল থেকে র‌্যাব আটক করেছে। বিস্তারিত ওনারাই জানাবেন।’

মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এনা পরিবহনের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। ডিভাইডার ভেঙে ওপরে উঠে যাওয়ায় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে।

বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসের ওপর পড়ে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

এসআই সাবরিনা জানান, পুলিশ সেখানে এসে এনা পরিবহনের চালককে পায়নি। বাসের যাত্রীরাও ছিল না। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন। এতে আরও চার যাত্রী ছিলেন, তারা সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুই পাশে যানজট দেখা দেয় বলে জানান সাবরিনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন