শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর সদর বন বিভাগ বিরল প্রজাতির ৬টি কানিবগ উদ্ধার করে অবমুক্ত করেছে। গতকাল বুধবার সকালে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের বড়বাইদ এলাকা থেকে কানিবগগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কানিবগগুলোকে গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, ভাংনাহাটি এলাকার বগ শিকারীদল ফাঁদ পেতে কানিবগ শিকার করার সময় শ্রীপুর সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকার বড় বাইদ নামক স্থানে অভিযান চালায়। এ সময় বগ শিকারীর দল খবর পেয়ে ৬টি কানিবগ রেখে পালিয়ে যায়। শ্রীপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোজ্জামেল হোসেন জানান, উদ্ধার করা কানিবগগুলো জঙ্গলে অবমুক্ত করে দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন