শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিয়ের পাঁচ দিন পড়ই বাউফলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:১৩ পিএম

বিয়ের পাঁচ তিন দিনই পড়ই মো. জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় বাউফল উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে। জহিরুল ওই গ্রামের মোহাম্মদ বাহাউদ্দিন গাজীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রতিবেশীরা মৃত জহিরুল ইসলামের লাশ গোসিংগা গ্রামের মতলেব গাজী বাড়ির পুকুরের পাশে রেইনট্রী গাছে ঝুলতে দেখে। এরপড় পুলিশে খবর দিলে বেলা ১১টায় লাশ উদ্ধার করে।

নিহতের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, জহিরুল ঢাকায় রাজমিস্ত্রী কাজ করতেন। সম্প্রতি বিয়ে উপলক্ষে বাউফলে আসেন। তার পছন্দেই গত শুক্রবার বিয়ের কাজ সম্পন্ন হয়। কিন্তু হঠাৎ করে ভাইয়ের (জহিরুলের) এমন মৃত্যুটি তার কাছে রহস্য জনক মনে হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পড় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন