মির্জাপুর ক্যাডেট কলেজ আন্ত হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সোহরওয়ার্দী হাউজ চ্যাম্পিযন হয়েছে। বুধবার বিকেলে সমাপনী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজোটেন্ট জেনারেল ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল শাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর চারদিন ব্যাপি এই প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর ই আলম।
চারদিন ব্যাপি এই প্রতিযোগীতায় ১৮টি ইভেন্টে ১০২ জন প্রতিযোগী অংশগ্রহন করে বলে কলেজ সূত্র জানিয়েছেন।
প্রধান অতিথি মেজর জেনারেল শাকিল আহমেদ তার বক্তৃতায় বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের প্রাক্কালে ছাত্রদের শপথ গ্রহন করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারন করা এবং সেই আলোকে নিজেদের জীবন গঠন করা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন