সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৯৮.৯৭

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম

এবারের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিরাইয়ে পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। আর দাখিলে ৯৫ দশমিক ০৮ শতাংশ ও ভোকেশনালে ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এরমধ্যে উত্তীর্ণ হয় ২ হাজার ৭১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন, পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া ৬টি দাখিল মাদরাসার ২২৪ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯৫ দশমিক ০৮ শতাংশ। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ৬৮ জন অংশগ্রহণ করে, এরমধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ।
মুহাম্মদ আব্দুল বাছির সরদার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন