বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে এসএসসিতে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা

ধামরাই( ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:৫১ পিএম

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মোঃ রাশেদুল ইসলাম টিটু নামের এক শিক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার বড়চন্দ্রাইল গ্রামে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্বহত্যা করে।

নিহত মোঃ রাশেদুল ইসলাম টিটু উপজেলার কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে ধামরাই হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

জানা যায়, সকালে সারা দেশের ন্যায় ধামরাইতেও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাশেদুল তার পরীক্ষার ফলাফল দেখার পর জানতে পারে সে পর্দাথ বিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এর পরই সে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে।

নিহতের সহপাঠী মোঃ আকাশ জানান, রাশেদুল আর আমি এক সাথে পড়াশোনা করতাম, আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের পর দেখতে পায় পদার্থ বিজ্ঞানে ফেল করেছে।


রাশেদুলের ছোট বোন জান্নতুল আক্তার বলে, ভাই পাশের ঘর আটকিয়ে কি জানি করে পরে আমি ভাইকে ডাকি কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আমার ফুফুকে ডাক দেই। পরে ফুফু এসে ভাইয়াকে ডাকে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ডোকে দেখি রাশেদুল গলায় ফাঁস দিয়েছে। তখন তাড়া তাড়ি করে রাশেদুলকে নামিয়ে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুজ্জামান বলেন, কোন ধরনের অভিযোগ না থাকায় রাশেদের মৃত দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়নি। মৃতদেহ পরিবারের কাছেই রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন