সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দাখিলে দারুননাজাতের সাফল্যের অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:২৬ পিএম | আপডেট : ৬:২৭ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২১

দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে পরিচালিত আট সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা দাখিল পরীক্ষার ফলাফলে বিগত বছরের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। দাখিল পরীক্ষায় সর্বমোট ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। পাশের হার ১০০%।

বিগত পরীক্ষাগুলোতেও এ মাদরাসা ফলাফলে শীর্ষে ছিল। মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্জ মাওলানা আ.খ.ম.আবুবকর সিদ্দীক বলেন, “দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি”। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন