শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দেশে মানুষের জান মাল ইজ্জতের কোনো গ্যারান্টি নেই

মাওলানা মোহাম্মদ ইসহাক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:২৭ পিএম | আপডেট : ৫:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১

খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে মানুষের জান মাল ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। গুম, হত্যা, ধর্ষণ, পৈচাশিক নির্যাতন আইয়্যামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। ঘর থেকে বের হলে আবার নিরাপদে ঘরে ফিরে আসার নিশ্চয়তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। চাল ডাল, তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা। সর্বত্র দুর্নীতিতে সয়লাব হয়ে আছে। এ অবস্থা উত্তরণে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বিকল্প নেই। খেলাফত মজলিসের সাধারণ পরিষদের একাদশ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মূল বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব কারানির্যাতিত নেতা ড. আহমদ আবদুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আীল। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় উপদেষ্টা ভাষা সৈনিক প্রিন্সিপাল মাসউদ খান, সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড. আবদুল লতিফ মাসুম, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, হাফেজ মাওলানা নোমান মাযহারী, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন, শ্রমিক মজলিসের সভাপতি হাজী নূর হোসেন।

অধিবেশনে দেশ বিদেশের বিভিন্ন শাখার প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামের পথ কুসুমাস্তির্ণ নয়। এ পথ কন্টকাকীর্ণ। ত্যাগ কুরবানির মাধ্যমে দ্বীনের কাজকে এগিয়ে নিতে হবে। দেশ ও জনগণের কল্যাণে আমাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার আদায়ে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইসনাফভিত্তিক জনক্যাণমূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে হবে। অধিবেশনে একটি শোক প্রস্তাবসহ রাজনৈতিক পরিস্থিতি উত্তরণ প্রসঙ্গ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা ও দুর্নীতি, হত্যা, ধর্ষণ, নির্যাতন ও দেশে দেশে মুসলিম নির্যাতন প্রসঙ্গে সর্বসম্মতিক্রমে ৫টি প্রস্তাব গ্রহীত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন