সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১১:৩৯ এএম

ইরানের প্রয়াত সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর দিনে হ্যাক করা হয়েছে ইসরায়েলের জনপ্রিয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের ওয়েবসাইট।
ওয়েবসাইটে প্রবেশের পর দেখা যায়, হ্যাকারদের প্রকাশিত একটি ছবি। যেখানে জেনারেল কাসেম সোলাইমানির হাতের আংটি থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য রয়েছে।
হ্যাকিংয়ের ঘটনা নিয়ে টুইট করে জেরুজালেম পোস্ট কর্তৃপক্ষ। পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। এই ঘটনার সাথে কোন দেশের হ্যাকাররা জড়িত সেটা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, ঘটনার সাথে ইরানের হ্যাকাররাই জড়িত।
জেরুজালেম পোস্ট ইংরেজি ভাষায় একটি টুইট করেছে যে, এই সমস্যা সমাধানের জন্য কাজ করা হচ্ছে। আমরা সরাসরি হুমকির পাশাপাশি আমাদের ওয়েবসাইটটির আপাত হ্যাকিং সম্পর্কে সচেতন। ওয়েব সাইটটির মোবাইল অ্যাপটি প্রভাবিত বলে মনে হয়নি এবং অন্যান্য প্রধান ইসরায়েলি সংবাদ ওয়েবসাইটগুলি স্বাভাবিকভাবে কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন