নারায়নগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলায় হেরে গিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিপক্ষের ৪ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে উপজেলার সাওঘাট এলাকার পল্লী বিদ্যুৎ বালুর মাঠ এলাকায়। হামলায় আহত পারভেজ মোল্লা জানান, স্থানীয়ভাবে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগ আয়োজন করা হয়। গত রোববার সাওঘাট দক্ষিণ পাড়ার সাথে উত্তর পাড়ার অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর পাড়া পরাজিত হয়। ট্রাই ব্রেকারে খেলার রেজাল্ট সমাধান হয়। ঐদিন হারের বিষয়টি উত্তর পাড়ার লোকজন সহজে মেনে নিতে চায়নি। এ নিয়ে খেলার মাঠে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে উত্তর পাড়ার নওশা, টিটু, হিরা, মীর হীরা, অলি, ওপেল ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ পাড়ার পারভেজ মোল্লা, রবিউল, আশিক ও রিয়াদকে পিটিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পারভেজ মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, উক্ত ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন