দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার জয়দেবপুর বালাপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ এলাকার মোস্তাফিজারের স্ত্রী শিউলি আরা নামে এক নারী আটক হয়েছে। দুপুরে উদ্ধারকৃত নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন জানান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশ চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে। জানা যায়, আটক শিউলির প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করে। প্রথম সংসারে একটি সন্তানও রয়েছে। পরে দ্বিতীয় বিয়ে করলেও তাদের কোন সন্তান হয়নি। তাই সে সংসার বাঁচাতে নবজাতককে চুরি করেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্য প্রমানের ভিত্তিতে নবজাতককে উদ্ধার করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে চুরির ঘটনায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে চিরিরবন্দর উপজেলার মহাদানী গ্রামের বাসিন্দা আবদুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬) সকাল পৌনে ৯টায় কন্যা সন্তান জন্ম দেয়। দুপুরে নবজাতকটি চুরি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন