স্টাফ রিপোর্টার : ৪১টি দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় গতকাল (শুক্রবার) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নেচার সামিট। রাজধানীর নটরডেম কলেজে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয় নির্দিষ্ট কোনও দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি একটি আর্ন্তজাতিক সমস্যা। এ সমস্যা মোকাবেলায় প্রয়োজন আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের। বিভিন্ন দেশের অংশগ্রহণে নটরডেম কলেজ আয়োজিত এ নেচার সামিট এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন