ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজর থেকে গতকাল (বৃহস্পতিবার) বিকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ স্থানীয় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আবুল কালামসহ ৫ জনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় মাদক সম্রাট কালামের সন্ত্রাসী বাহিনী ঝিনাইদহ-যশোর সড়ক অবরোধসহ র্যাবের উপর চড়াও হলে র্যাব ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। পরে র্যাবের হস্তক্ষেপে ওই সড়কে যান চালাচল শুরু করে। ঝিনাইদহ র্যাব-৬-এর অধিনায়ক মেজর মনির আহম্মেদ চেয়ারম্যান আবুল কালামসহ ৫ জনকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটকের কথা স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে গোপন সূত্রে খবর পেয়ে বারোবাজারের চেয়ারম্যান আবুল কালামের গাড়ি চালক মিঠাপুকুর গ্রামের পুটের ছেলে সুজনকে আটক করে র্যাব। সুজনের স্বীকারোক্তি মোতাবেক বারোবাজার রেল লাইনের পাশে রুহুল আমিনের মার্কেটে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাব বিপুল পরিমাণ ফেনসিডিলের সন্ধান পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন