বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ডা শাহাদাতসহ বিএনপির ৭৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১:৩৯ পিএম

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েক শ জনকে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে। গতকাল বেলা তিনটা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। হাজার হাজার নেতা-কর্মী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সরে যেতে বলে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলেন, এতে ক্ষিপ্ত হয়ে নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও লাঠি চার্জ করে তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।#

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন