সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীর প্রাণনাশের হুমকির অভিযোগ, বাসায় পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ৬:৫৯ পিএম

৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। তাকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান জাহানারা।

আজ বৃহস্পতিবার ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়। এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ পাঠানো হয়। ওই সময় ডা. মুরাদ বাসায় ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ম নাছিরউদ্দীন শাহ ৬ জানুয়ারি, ২০২২, ৭:৫৩ পিএম says : 0
এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঘরের টি ছাড়া কোথাও আক্রমণ করার স্থান নাই। মানুষিক ভাবে অসুস্থ মুরাদ চরমপন্থার মাধ্যমে দূর্ঘটনা ঘটাচ্ছেন শিরোনাম হচ্ছে। বাকী কি কি আছে জানিনা। ধ্বংস অনিবার্য ছিল হয়েছে। শিক্ষা হচ্ছে না এবার বউ পিটাচ্ছেন। আইন শৃংখলা বাহিনীর জরুরী উচিৎ মানুষিক ভারসাম্যহীণতা পরিক্ষা করা। আরো ভয়ানক শিরোনামের জন্ম দিবেন।
Total Reply(0)
Md Rejaul Karim ৬ জানুয়ারি, ২০২২, ৮:১৭ পিএম says : 0
মানবিক দৃষ্টিকোণ থেকে উনার মানসিক চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো উচিত।।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন