শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরগুনায় ট্রাক-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৭ পিএম

বরগুনায় ট্রাক ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে বরগুনা টু বড়ই তলা ফেরিঘাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ছোট পোটকাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দু›জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পোটকাখালী এলাকার একটি বাই রাস্তা থেকে একটি মাহিন্দ্র মহাসড়কে উঠার সময় সার ভর্তি ট্রাক সামনে থেকে লাগিয়ে দিলে মাহিন্দ্রে থাকা সকলেই ঘটনাস্থলে গুরুত’র আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সহকারী সার্জন ডাক্তার সবরুকা রাশেদী বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দেই। দুজনের অবস্থা আশঙ্ককজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বরগুনা সদর সার্কেল এএসপি বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে আটক করেছি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন