কুষ্টিয়ার কুমারখালীতে কচুরিফুল তুলতে গিয়ে ৪ বছরের শিশু পানিতে ডুবে যায়। গত বুধবার বিকেলে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে শিশুটি তার নানা বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা যায়। নিহত শিশু জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের শিক্ষক মো. শামীম হোসেনের ছেলে ছাবির হোসেন (৪)।
মৃত শিশুর বাবার সহকর্মী শিক্ষক সাবু হোসেন জানান, বিকেলে মৃত শিশু ছাবির তার নানার সাথে ঘুরতে গিয়ে একাকি পাশের খালে কচুরিপানার ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দিনগত রাতে শিশুটিকে দাফন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন