মেয়র ও কাউন্সিলদের দ্বন্দ্বে থমকে গেছে সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভার উন্নয়ন কাজ। অনেক দিন থেকেই এ অবস্থা বিরাজ করছে। সৈয়দপুর পৌরসভায় ১৫ টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনসহ মোট ২০ জন কাউন্সিলর রয়েছেন। তাদের মধ্যে মেয়রের পক্ষে অবস্থান নিয়েছেন ৩ জন। বাকিরা অন্য একটি জোটবদ্ধ হয়েছেন। হচ্ছে না কোন মাসিক মিটিং। এতে থমকে গেছে এলাকার উন্নয়ন কাজ। এ পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচিত হযেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাফিকা আকতার জাহান বেবী। ক্ষমতাসীন দলের মেয়রের হাত দিয়ে পৌরসভার রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হবে, এমনটি আশা করেছিলেন পৌরবাসী। কিন্তু বাস্তবে সে আশায় গুঁড়েবালি। সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্র তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত তিন কিলোমিটার জরাজীর্ণ সড়ক মেরামত ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি মেয়র। গেল ডিসেম্বরে এটির কাজ করার কথা থাকলেও পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মতবিরোধে এখনও কাজ শুরু করা হয়নি। এ সড়কের দুর্দশা ও মানুষের চলাচলের ভোগান্তি নিয়ে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যকে নানান কথা লেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কাউন্সিলরসহ অনেকেই বলেন, মূলত অর্থ ভাগাভাগির হিস্যাই দ্বন্দ্বের মূল কারণ। এতে পৌরসভার মেয়র ও কাউন্সিলররা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আর চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী । প্রতিটি কাজেই পোহাতে হচ্ছে বিড়ম্বনা। একজন সই করলে আরেকজন করছেন না। এ ব্যপারে মেয়র বলেন, আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। ভুল বোঝাবুঝি হয়েছে। অচিরেই ঠিক হয়ে যাবে। আর ওই সড়কটি মেরামতের টেন্ডার আহ্বান করা হয়েছে। খুব শিগগির সড়কটির নির্মাণকাজ শুরু হলে মানুষের ভোগান্তি আর থাকবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন