ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাঁটাখালি গ্রামে চাঞ্চল্যকর অজ্ঞাত তরুণী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র্যাব-১৪। এ ঘটনায় জড়িত প্রেমিক সেলিম মল্লিক (৩০) কে আটক করা হলে একটি ডোবা থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটাখালী গ্রামের একটি ডোবা থেকে এ খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।
নিহত তরুণী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জুলু মিয়ার কন্যা। তার নাম সুলতানা বেগম (২৭)। সে গাজীপুর জেলায় বসবাস করে চাকরি করত। সেখানেই মোবাইল ফোনে খুনি সেলিম মল্লিকের সাথে তার পরিচয় হয়। সেলিম ত্রিশাল উপজেলার কাটাখালী গ্রামের আব্দুল খালেকের পুত্র।
র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম জানান, পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়ায় সেলিম। কিন্তু সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সেলিম তাকে খুন করার পরিকল্পনা করে।
সে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে স্থানীয় অপর এক ব্যাক্তির সহযোগিতায় ওই তরুণীকে নির্মম, নৃশংসভাবে হত্যা করে লাশের পরিচয় গোপন করার জন্য দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে অন্য একটা জায়গায় লুকিয়ে রাখে সেলিম। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তরুণীর খণ্ডিত মাথা উদঘাটন করে খুনের রহস্য উন্মোচন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন