স্টাফ রিপোর্টার : আইন কলেজের শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে বক্তারা বলেছেন, শুধু আইন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। আইনের কঠোর প্রয়োগ করতে হবে। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭৭টি আইন কলেজের শিক্ষক সমিতির প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন কলেজসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা আজ আমাদের বড় চ্যালেঞ্জ। তবে মনে রাখতে হবে, শুধু আইন পাস করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য আবশ্যক অধিকার সচেতনতা, আইন মনস্কতা ও আইনের কঠোর প্রয়োগ। আইন কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তা ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী। সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক-আইনজীবী সম্মেলনে অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন