বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনার সংক্রমণ শনাক্তের হার। একদিনে, ২৬ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি। এ তালিকায় শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সাড়ে ৮ লাখ মানুষের দেহে নতুনভাবে মিললো করোনা। একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন দু’হাজারের বেশি মানুষ। পরের অবস্থানেই রয়েছে ফ্রান্স। মাত্র দু’দিনের ব্যবধানে দেশটিতে আবারও ৩ লাখ ৩০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি।
এদিকে, করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ইউরোপ। প্রাণহানি কম হলেও, ব্রিটেন-ইতালি-স্পেনে দিনে লাখ থেকে পৌণে দু’লাখ করোনা শনাক্ত হচ্ছে। সারা বিশ্বে, মহামারিতে এ পর্যন্ত প্রাণ গেছে ৫৪ লাখ ৯৭ হাজারের মতো মানুষের। মোট শনাক্ত ৩০ কোটি ৩৬ লাখের বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৬৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৫০০ জনের কিছু কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৯৬ হাজার ৭৯৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের আরও কয়েকটি দেশে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। এই দেশগুলো হলো- ফ্রান্স নতুন আক্রান্ত ৩ লাখ ২৮ হাজার ২১৪, মৃত্যু ১৯৩; যুক্তরাজ্য নতুন আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ২৫০, মৃত্যু ২২৯; ভারত নতুন আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৩৭৪, মৃত্যু ১৫; স্পেন নতুন আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৯০০, মৃত্যু ১৫; আর্জেন্টিনা নতুন আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৫৩৩, মৃত্যু ৪২ এবং ইতালি নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪, মৃত্যু ২২৩।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯০০ জন, মৃত্যু হয়েছে ১৪৮ জনের। রাশিয়ায় আক্রান্ত ১৬ হাজার ৭৩৫, মৃত্যু ৭৮৭, তুরস্কে আক্রান্ত ৬৩ হাজার ২১৪, মৃত্যু ১৫৭, জার্মানিতে আক্রান্ত ৫৯ হাজার ৩৯৩ এবং মৃত্যু ২৮৪।
বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ২২৮ জন। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৯৩ হাজার ১২৮ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন