বরিশাল ব্যুরো : উপ-মহাদেশের সবচেয়ে বড় শ্মশান দিপাবলী উৎসব গতকাল বরিশাল মহানগরীর কাউনিয়া মহাশ্মশানে শুরু হয়েছে। মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় দু’দিনব্যাপী এ দিপাবলী উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারনায় মুখর হয়ে উঠেছে।
মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে পুরো শ্মশান এলাকা। স্বজনহারারা তাদের প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন। বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুন্ডু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধীবেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করছেন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া উপ-মহাদেশের সর্ববৃহত এ শ্মশান দিপাবলী উৎসব আজ শনিবার রাত ১০টায় শেষ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন