।।পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মহিপুর কো-ফপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন (পিডিএফ) এর উদ্যোগে শনিবার সকাল নয়টায় এ ফ্রি চক্ষু সেবাকার্যক্রমে সার্বিক সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের বরিশাল শাখা।
এ সময় উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, মহিপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ফুজিটেক কলাপাড়া শাখার নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিডিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. উদ্দিন বিপু বলেন, মুলত দারিদ্র অসহায় নিম্ম আয়ের মানুষের সেবার উদ্দেশ্যই এই ক্যাম্পের আয়োজন করেছি। সেচ্চাসেবী সংগঠনের মাধ্যমে তাদের সেবা করি এবং সেবা করতে চাই। দুইমাস পরপর এই চক্ষু সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য এই সেবা কার্যক্রম দুপুর ২ টা পর্যন্ত চলে । প্রায় ২’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন