ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদাতা : আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ফুলগাজীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা গণসংযোগ সভা সমাবেশ করে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন। নির্ঘুম রাত কেটে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা । প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের প্রচারণায় নির্বাচনী এলাকা মুখর হয়ে উঠেছে। তবে সুষ্ঠু নির্বাচন ও জয়ের ব্যাপারে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি, জাসদ ও ইসলামী আন্দোলন প্রার্থীরা। সম্প্রতি ফুলগাজী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনউল আহসান ও পুলিশ সুপার রেজাউল হক যে কোন মূল্যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ঘোষণা দেন। ফুলগাজী ৬টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়ন তথা আনন্দপুরে ও দরবারপুরে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তন্মধ্যে দরবারপুর ইউনিয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার ও আনন্দপুর ইউনিয়নে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মজুমদার বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। অপরদিকে ১নং ফুলগাজী ইউপির নুরুল ইসলাম (আ’লীগ) নৌকা, আবুল হোসেন (বিএনপি) ধানের শীষ, কাজী রহিম (জাসদ) মশাল, মনির আহমেদ আরশাদি (ইসলামি আন্দোলন বাংলাদেশ) হাত পাখা, ২নং মুন্সিরহাট ইউপির নুরুল আমিন ভুঁইয়া (আ’লীগ) নৌকা, হানিফ আহমেদ বাবু (বিএনপি) ধানের শীষ, ৫নং জি এম হাট ইউপির মো. মজিবুল হক (আ’লীগ) নৌকা, খোরশেদ আলম বাচ্চু (বিএনপি) ধানের শীষ, সাইফুল ইসলাম (স্বতন্ত্র) আনারস, মাওলানা ছলিম উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা। ৬নং আমজাদ হাট ইউপির মীর হোসেন মিরু (আ’লীগ) নৌকা, কামাল হোসেন (বিএনপি) ধানের শীষ, মোঃ গোলাম জাব্বার মজুমদার (জাসদ) মশাল। অপরদিকে আমজাদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাসদ মনোনিত প্রার্থী মোঃ গোলাম জব্বার প্লুটু মজুমদার গত বুধবার জেলা নির্বাচন অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন আমজাদহাট ইউনিয়নের ৯টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ। বহিরাগত সন্ত্রাসীদের আনাঘোনা ও কেন্দ্র দখলের সম্ভাবনায় ভোটাররা ভয়ভীতির মধ্যে আছেন উল্লেখ্য করে তিনি প্রশাসনের নিকট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে জনগণকে আতঙ্কমুক্ত করার অনুরোধ জানান। একই ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে তার বাড়িতে হামলা ও হুমকী ধামকী দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মীর হোসেন জানান, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ইসলামীয়া বাজার কেন্দ্র ছাড়া সব কেন্দ্রই ঝূঁকিমুক্ত। এখানে সকল প্রার্থী শান্তিপূর্ণ ও সহাবস্থানে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সরকারের উন্নয়নের যেভাবে জোয়ার চলছে তা অব্যাহত থাকবে। আমজাদহাট ইউনিয়নে আওয়ামী লীগের মীর হোসেন মীরু, বিএনপির কামাল হোসেন ও জাসদের মোঃ গোলাম জব্বার প্লুটু মজুমদারের মধ্যে ত্রিমুখি লড়াই হবে বলে ভোটারদের ধারণা। জিএম হাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুজিবুল হক ও বিএনপি দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চুর মধ্যে দ্বিমুখি, মুন্সিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল আমিন ভুঁইয়া ও বিএনপি দলীয় প্রার্থী হানিফ আহমেদ বাবুর মধ্যে দ্বিমুখি, ফুলগাজী সদর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম ও বিএনপির দলীয় প্রার্থী আবুল হোসেনের মধ্যে দ্বিমুখি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন