ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩ জন। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৫ জন রোগী ভর্তি আছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত দেশে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। একই সঙ্গে এ সময়ের মধ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। এ মাসে কোনো ডেঙ্গু রোগী মারা যাওয়ার খবর দেয়নি স্বাস্থ্য অধিদফতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন