শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে বাস-ট্রাক্টর সংঘর্ষে ২ জনের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৫:২৫ পিএম

চাঁদপুরের কচুয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে। উপজেলা সাচার সংলগ্ন গৌরীপুর-হাজীগঞ্জ সড়কের শিমুলতলী এলাকায় সোমবার দুপুরে বিআরটিসি বাস ও ট্রাক্টরের মধ্যে এই সংঘর্ষ হয়। বাস- ট্রাক্টর সংঘর্ষে সজিব হোসেন (২৪) ও আতিকুর রহমান (১৬) নামের দু’জন পরিবহন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরচালক ও আরেক সহকারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরে সড়কের একপাশ দিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। পিছন দিয়ে আসা রায়পুরগামী বিআরটিসি বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সজিব হোসেন ও আতিকুর রহমান নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে ভর্তি করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন