শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লা কোতয়ালী থানার নতুন ওসি সহিদুর রহমান

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৯:০৪ পিএম | আপডেট : ৯:৫৩ এএম, ১১ জানুয়ারি, ২০২২

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সহিদুর রহমান। সোমবার নবাগত ওসি মো. সহিদুর রহমান দায়িত্ব বুঝে নেন।

এর আগে তিনি সুনামগঞ্জ সদর থানায় ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। কুমিল্লা কোতয়ালী থানার দায়িত্ব নিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে দেখা করেন নবাগত ওসি মো. সহিদুর রহমান। তিনি এমপি বাহারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওসি মো. সহিদুর রহমানের বাড়ি জামালপুর জেলায়।


নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় কুমিল্লা কোতয়ালী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর ও ওসি অপারেশন রাজিব চক্রবর্তী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবদুল্লাহ আল কাউছার ১৮ জুলাই, ২০২২, ৬:১৬ পিএম says : 0
আসসালামু আলাইকুম স্যার আমি আবদুল্লাহ আল কাউসার।সহিদুর রহমান স্যারের নাম্বার টা প্রয়োজন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন