কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা মৌজার ইন্দা চুল্লি গ্রামের মৃত ছৈয়দ আলীর ছেলের জয়ধর মিয়ার ২ একর ৪৬ শতাংশ বোরো ধানের জমি দেশীয় অস্ত্র রামদা, লাঠি লোহার রড ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে ধানের চারাগাছ উপড়ে ফেলে। একেই গ্রামের একটি শক্তিশালী মহল। মামলার আর্জিতে বলা হয়, প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এ ছাড়া জমিতে সেচ দেয়ার একটি স্যালো মেশিন নিয়ে যায় যার মূল্য প্রায় ২২ হাজার টাকা । এ ব্যাপারে জয়ধর আলী বাদী হয়ে আজ( ১১) জানুয়ারি ১২ জনকে আসামী করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার নিকলী থানা ৬ । এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এস,আই মোঃ তরিকুলের সাথে কথা হলে বলেন, জমির বোর ধানের চারাগাছ উপড়ে ফেলায় থানায় মামলা হয়েছে। উক্ত মামলার আসামি নানশ্রী জমত আলীর ছেলে বাবুলকে(৪০) উপজেলার নানশ্রী চেয়ারম্যান বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন