ময়মনসিংহের হালুয়াঘাটে ভ‚বনকুড়া ইউনিয়নে আমিরখাকুরা গ্রামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহতের নাম মো. বাবুল হোসেন । সে আমিরখাকুরা গ্রামের স্থানীয় মরহুম করিম মাস্টারের পুত্র। বাবুল হোসেন পেশায় একজন কৃষক । গতকাল দুপুরে নিহত বাবুলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারনা করা হচ্ছে রাতের অন্ধকারে এই হত্যাকাÐের ঘটনা ঘটেছে। ঘটনার রাতে নিহত বাবুল ছাড়া বাড়িতে আর কেউ ছিল না বলে জানা গেছে। তার স্ত্রীও ছিলেন না।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাÐ বলে দাবি করছেন স্থানীয় ভ‚বনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সুরুজ মিয়া। থানা কর্মকর্তা জানান, কেন বা কি কারনে এই হত্যাকাÐের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে এই হত্যাকাÐের ক্লু উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রæত রহস্য উন্মোচন হবে।
মন্তব্য করুন