সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) নিউইয়র্ক থেকে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা টমাস ওয়েলনিস্কি নামের এই বৃদ্ধকে গ্রেফতার করেন। খবর দ্য গার্ডিয়ানের।
টমাস নামের এই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্রাম্পকে হত্যা ও অপহরণের হুমকি দিয়ে একাধিকবার সিক্রেট সার্ভিসের অফিসে ফোন করেছিলেন। তিনি সুস্থ মস্তিষ্কে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পের পাশাপাশি ১২ জন অজ্ঞাত কংগ্রেস সদস্যকে হত্যার হুমকি দিয়েছিলেন টমাস।
মূলত, ২০২০ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের পুলিশকে তিনি বলেছিলেন, সামনে প্রেসিডেন্ট নির্বাচনে যদি ট্রাম্প পরাজিত হন এবং ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান, তাহলে তিনি অস্ত্র সংগ্রহ করে ট্রাম্পকে হত্যা করবেন। ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে গত বছরের জানুয়ারিতেও নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত সিক্রেট সার্ভিসের অফিসে দুটি ভয়েস ম্যাসেজ পাঠান টম। এরপরই তাকে গ্রেফতার করা হলো। সূত্র : দ্য গার্ডিয়ান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন