পিরোজপুরের নাজিরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও একই স্থানে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম এ সময় তিনি বলেন যে কোন মূল্যে উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে। এছাড়া উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, প্রেস ক্লাসের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান তুহিন সহ উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, এছাড়া উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, উপজেলা সহকারি কমিশনার ভূমি আল-মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে একই স্থানে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম, এসময় তিনি বলেন, বিদায়ী জেলা প্রশাসক তিনি অক্লান্ত পরিশ্রমী, সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন, পিরোজপুরবাসী কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ রাখবেন। উক্ত সভায় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, পিরোজপুরের মানুষ খুবই আন্তরিক, বিশেষ করে মাননীয় মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম মহোদয় একজন অক্লান্ত পরিশ্রমী মানুষ,তিনি কাজকে ভয় পান না। দৃঢ়তার সাথে সকল কাজ মোকাবেলা করতে পারেণ, তার কাছ থেকে আমি যা শিখেছি তা আমার কর্মজীবনে অনেক কাজে আসবে, আমি তার প্রতি কৃতজ্ঞ। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান প্রমূখ । সভা শেষে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেষ্ট উপহার দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন