শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

এলকোহল ও ক্যান্সার

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

এলকোহল সেবন স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। যদিও বর্তমানে আমাদের দেশে এলকোহল গ্রহণের প্রবণতা বাড়ছে। আমাদের ইসলাম ধর্মেও এলকোহল গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এটা সেবন করলে তাৎক্ষনিক ক্ষতি থেকে শুরু করে পরবর্তীতে ক্যন্সারের মত জটিল সমস্যাও হয়। বর্তমানে বিজ্ঞানীরা ক্যন্সারের সাথে এলকোহলের ঘনিষ্ঠ সম্পর্ক জানতে পেরেছেন। তাই এ বিষয়টি সবার মনে রাখা প্রয়োজন। ক্যন্সারের সব কারণ বিজ্ঞানীরা আজো বের করতে পারেননি। তাই যেসব কারণ জানা গেছে তা থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ।

এলকোহল গ্রহণের ফলে যেসব অঙ্গে ক্যন্সার হয় বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন তার মধ্যে আছেঃ
১। স্তন
২। লিভার
৩। কোলন
৪। রেক্টাম বা মলাশয়
৫। অন্ননালী
৬। পাকস্থলী
৭। মুখ গহবর
৮। ল্যরিংস বা গলার ভিতরের অংশ
৯। ফ্যারিংস বা গলার সামনের অংশ
১০। মুখ গহবর
১১। প্যনক্রিয়াস বা অগ্ন্যাশয় ।

বিভিন্ন ধরণের ও মাত্রার এলকোহল মানুষ আজকাল সেবন করছে। এলকোহলের মূল উপাদান হল ইথানল। বিভিন্ন এলকোহলে ইথানল বিভিন্ন পরিমানে থাকে। কোন এলকোহল খাওয়া হচ্ছে সেটির চেয়ে বেশী গুরুত্বপূর্ণ কতদিন আর কত বেশী মাত্রায় এটি খাওয়া হচ্ছে তার উপর।

এলকোহল কিভাবে ক্যন্সার করে তার সবটুকু বিজ্ঞানীরা জানতে পারেননি। তবে কিছু কিছু জানতে পেরেছেন। এলকোহল কোলনে গেলে তার উপর ব্যকটেরিয়া কাজ করে। তখন এসিটালডিহাইড নামক একটি উপাদান তৈরি হয়। এই উপাদান ক্যন্সার করে বলে জানা গেছে।

ক্যন্সার হলে সে পরিবারের আর দুঃখের অন্ত থাকেনা। তাই সবার সচেতনতা দরকার। এলকোহল থেকে দূরে থাকলে ক্যন্সার সহ বিভিন্ন জটিল অসুখের হাত থেকে বেঁচে থাকা যাবে। এ বিষয়ে আরও প্রচারণা দরকার। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে সবারই সুন্দর ও সুস্থ জীবন যাপন করা দরকার।

ডা. মো: ফজলুল কবির পাভেল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন