শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় সূর্যের দেখা নেই, দরকার ছাড়া বের হচ্ছেন না মানুষ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ৩:১৮ পিএম

খুলনায় আজ শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘে আচ্ছন্ন। শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটগুলো রয়েছে প্রায় ফাঁকা। দু এক স্থানে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ অবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। রাস্তার মোড়ে মোড়ে রিক্সা ও ইজিবাইক চালকদের অলস সময় কাটাতে দেখা গেছে। গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে।
এদিকে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি।
রাতে কুয়াশার আধিক্যের কারণে লঞ্চ ও দূরপাল্লার পরিবহল চলাচলে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। নির্ধারিত সময়ে ট্রেন ও বাস গন্তব্যে পৌছাতে পারছে না।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ জানান, হাল্কা বৃষ্টিপাতের প্রবণতা আগামী দু তিনদিন থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন