ঢাকার ধামরাইয়ে আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ( হাতি মার্কা কড়াই ফ্যাক্টরির) ফোরম্যান দুই সন্তানের জনক ঈমান আলী নামের এক শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে ধামরাই পৌর শহরের দক্ষিণপাড়ায় ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি মানিকগঞ্জ জেলার বাগজান গ্রামে।
জানা গেছে, পৌর শহরের দক্ষিণ পাড়ায় আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ( হাতি মার্কা কড়াই ফ্যাক্টরি)'তে ঈমান আলী(৬২) নামের এ ফোরম্যান প্রায় ৩০ বছর ধরে কর্মরত ছিলেন।
আজ দুপুরের দিকে কারখানার ভিতরেই বিদ্যুতের কাজ করতে ছিল। হঠাৎ করে তিনি বিদ্যুতের জড়িয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন