শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

করোনায় আরোও ২ জনের মৃত্যু সিলেটে, আক্রান্ত ৭৯ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৫:৩২ পিএম

মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ জন। এরমধ্যে সিলেটের ৭৯ জনই। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩ জন। আজ শনিবার (১৫ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৮ জনের। এর মধ্যে সিলেট ৭২ জন ও হবিগঞ্জে ৯ জনসহ আরও ৭ জনের করোনা শনাক্ত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে । নতুন এই ৮৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫৪৪ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৪২ জন। এছাড়া করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে সুনামগঞ্জে ৬ হাজার ২৫৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭০৯ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন। এরমধ্যে ৮ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ ২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১০৮ জন। এর মধ্যে সিলেট ৩১ হাজার ৮১২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৬৬৩ জন ও ৭ হাজার ৪৮০ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সকলেই ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। এরমধ্যে সিলেট ১৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন ও আরও ২ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। দুজনই সিলেটে বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৬ জনে বিভাগে। এরমধ্যে সিলেট ৯৯১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও ৭২ জন রয়েছেন মৌলভীবাজারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন