শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১২ নভেম্বর কাগতিয়া মাদ্রাসার ৮৫তম এনামী জলসার প্রস্তুতি সভা সম্পন্ন

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার ৮৫তম এনামী জলসার চূড়ান্ত প্রস্তুতি সভা গতকাল (শনিবার) বেলা ৩টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ৮৫তম এনামী জলসা সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিভিন্ন পরিষদের আহŸায়কগণ নিজ নিজ পরিষদের গৃহীত কর্মসূচিসমূহ সভায় উপস্থাপন করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদী, আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা মুহাম্মদ মমতাজুল হক নূরী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া যুব তবলীগ কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ। পরিশেষে এনামী জলসার সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন