শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে ৭ ডাকাত গ্রেফতার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৪:২০ পিএম

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ১টি খেলনা পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি বড় ছুরা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতাররা হলেন, রায়েব আলী সর্দার (৪০), পিন্টু সর্দার (৩৬), আশরাফুল শেখ, মিজান শেখ, আলেপ মন্ডল ওরফে সাগর (৩০), শেখ মোশাররফ ওরফে মুছা (৩০) ও মোশারফ হোসেন ওরফে মুসা (৪০)। তাদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়।


রবিবার (১৬ জানুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিং-এ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন