বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

বাঁশখালী পৌরভোটে অনিয়ম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী। গতকাল রোববার পৌরসভা কার্যালয়ের মাঠে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সব ক’টি গোপন কক্ষে নৌকার লোকজন নৌকা মার্কায় জোর করে ইভিএমের সুইচ টিপে ভোট নিয়েছে। ভোটাররা কাউন্সিলর পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেও মেয়র পদে জোর করে ভোট নেয়া হয়। এমনকি এজেন্ট বের করে দেয়া হয় বিভিন্ন কেন্দ্র থেকে।

তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম তোফায়েল বিন হোছাইন দাবি করেন, অনেক সুন্দর ভোট হয়েছে। পরাজয় নিশ্চিত জেনে তিনি সরে পড়েছেন। মেয়র পদে প্রার্থী ওই দুজন। পৌরসভার সব কটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে অনিয়মের অভিযোগ থাকলেও নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের দাবি সুষ্ঠু ভোট হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন